বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

একুশ বছর পর কৃষক দলের কমিটি

নিজস্ব প্রতিবেদক

একুশ বছর পর জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি ভেঙে দিয়ে ১৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন শামসুজ্জামান দুদু। যিনি সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক। সদস্য সচিব হয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। যিনি ‘অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)’-এর সাবেক সদস্য সচিব। বিএনপির প্যাডে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। যুগ্ম-আহ্বায়করা হলেন- আবদুস সালাম পিন্টু, তকদির হোসেন  মো. জসিম,  মো. তোফাজ্জল হোসেন, এম এ তাহের, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, এ কে এম মোয়াজ্জেম হোসেন, মো. নাজিমুদ্দিন, আফতাব উদ্দিন আহমেদ ম ল, জামাল উদ্দিন খান মিলন, আরিফুল হক চৌধুরী, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল করে কেন্দ্রীয় কমিটি গঠন করবে। ১৫৩ সদস্যের কমিটির মধ্যে যুগ্ম-আহ্বায়ক ১২ জন এবং সদস্য হচ্ছেন ১৩৯ জন। ১৯৯৮ সালের ১৬ মে কৃষক দলের সর্বশেষ কমিটি হয়েছিল। সর্বশেষ কমিটিতে প্রয়াত মাহবুবুল আলম তারা সভাপতি ও শামুসজ্জামান দুদু সাধারণ সম্পাদক ছিলেন। এরপর মাহবুবুল আলম তারা আওয়ামী লীগে যোগ দিলে কিছু দিন মজিবুর রহমান মোল্লা ভারপ্রাপ্ত সভাপতি এবং তার মৃত্যুর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপির মহাসচিব) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৮০ সালে জাতীয়তাবাদী কৃষক দল গঠন করেন। এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন বিচারপতি আবদুস সাত্তার। পরবর্তীতে আবদুল মান্নান ভূঁইয়া (বিএনপি মহাসচিব) কৃষক দলের সভাপতি হন। অঙ্গসংগঠনের পুনর্গঠনের অংশ হিসেবে ইতিমধ্যে বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) ও মৎস্যজীবী দলের কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর