মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভারতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের ভোট ১১ এপ্রিল

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতে লোকসভা (সংসদের নিম্নকক্ষ) নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ করা হবে ১১ এপ্রিল। এ ব্যাপারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি গতকাল নির্বাচন কমিশন জারি করেছে। প্রথম ধাপে ২০টি রাজ্যে লোকসভার ৯১টি আসনে নির্বাচন হবে। তফসিল হচ্ছে : মনোনয়নপত্র দাখিল ২৫ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ২৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ। ১১ এপ্রিল ভোট গ্রহণ করা হবে যেসব রাজ্যে সেগুলোর আসন হলো অন্ধ্রপ্রদেশ-২৫, অরুনাচল প্রদেশ-২, মেঘালয়-২, পশ্চিমবঙ্গ-২, বিহার-৪, উত্তর প্রদেশ-৮ এবং মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, আন্দামান ও লাক্ষাদ্বীপ প্রত্যেকটির ১টি করে আসন। বিজেপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক  অ্যালায়েন্স (এনডিএ) মনে করে, তারা এবারও নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে জিতবে। কিন্তু এনডিএর বিরুদ্ধে প্রতিরোধ গড়ছে কংগ্রেস এবং বিভিন্ন রাজ্যের স্থানীয় দলগুলোর জোট।

সর্বশেষ খবর