বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আল হাইয়াতুল উলিয়ার বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলোর সর্বোচ্চ পরিষদ ‘আল হাইআতুল উলিয়া’র বিরুদ্ধে পরীক্ষায় অদক্ষতা ও অবহেলার অভিযোগ করেছে কওমি মাদ্রাসা শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন ও সংরক্ষণ পরিষদ। গতকাল এক বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, হাইআত একটি জাতীয় প্রতিষ্ঠান। এর মান ও স্বকীয়তা বজায় রেখে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে যোগ্য, দক্ষ এবং দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে হাইআত যে অদক্ষতার পরিচয় দিয়েছে তাতে জাতি অত্যন্ত হতাশ ও বিস্মিত হয়েছে। বিবৃতিদাতারা হলেন- মাওলানা মুফতি আবুল কাসেম, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা অবু বকর, মাওলানা মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা ওবায়দুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর