ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর বলেছেন, রোহিঙ্গারা নিরাপদে তাদের বাড়িতে ফিরতে চান। সে জন্য মিয়ানমারে রোহিঙ্গা মূল পরিচয় এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে চান তারা। আগামীকাল মিয়ানমার সফরকালে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। আলোচনা হবে মানবাধিকার বিষয়ে। তিনি গতকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সকালে তিনি কক্সবাজারের কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। দুপুরে বাংলাদেশ সরকারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকটের ধরন নিয়ে বাংলাদেশের ধারণা বিষয়ে তিনি মিয়ানমার সফর করবেন। মিয়ানমারের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের নিয়মিত আলাপের অংশ হিসেবে মানবাধিকার ইস্যুতে তিনি এ সফর করছেন। তবে প্রথম এজেন্ডা হিসেবে স্থান পাবে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। রোহিঙ্গা ইস্যুতে তিনি মিয়ানমারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন।