বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা

কল্পনা চাকমা অপহরণকারীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

নারীনেত্রী কল্পনা চাকমা অপহরণকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বক্তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত গোলটেবিল আলোচনায় এ দাবি জানানো হয়। ‘হিল উইমেন্স ফেডারেশন’ ‘কল্পনা চাকমা অপহরণের ২৩ বছর’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা প্রমুখ এতে বক্তব্য দেন।

বক্তারা বলেন, অপহরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। অপহরণের ঘটনা দিন দিন বাড়ছে। অথচ রাষ্ট্র পরিচালনাকারীদের এর প্রতি কোনো নজর নেই।

তারা বলেন, শুধু নারী নেত্রী হিসেবে কল্পনা চাকমা অপহরণ হয়নি। তিনি অপহরণ হয়েছেন গণতন্ত্রকামী আন্দোলনকারী কর্মী হিসেবে। এই অপহরণের জন্য শুধু প্রতিবাদ করলেই হবে না, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর