বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা

‘স্তালিন’ নাটকে ইতিহাস বিকৃতির প্রতিবাদে উত্তাল শিল্পকলা

সাংস্কৃতিক প্রতিবেদক

সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক যোসেফ স্তালিনের জীবনচিত্র নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) বিরুদ্ধে। সিএটি এ নাটকের মাধ্যমে স্তালিনকে ভয়ঙ্কর, অমানবিক, একরোখা ও নির্দয় হিসেবে তুলে ধরেছে। এর প্রতিবাদে শিল্পকলা একাডেমি চত্বরে দর্শকরা ‘সাম্রাজ্যবাদের দালালরা হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করেছেন। জানা গেছে, স্তালিনের জীবনচিত্র নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তিনদিনের মঞ্চায়নের দ্বিতীয় দিনের প্রদর্শনী শেষে মঙ্গলবার রাতে উত্তপ্ত হয়ে উঠে শিল্পকলা একাডেমির পরিবেশ। এদিন প্রদর্শনী শেষে প্রায় ১৫ মিনিট পর্যন্ত চিৎকার ও স্লোগান চলে মিলনায়তনে এবং নাট্যশালার করিডরে।

একপর্যায়ে নাট্যাঙ্গনের সিনিয়র কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই প্রতিবাদের রেশ ছিল গতকালও। এদিন বিকাল থেকেই নাট্যকর্মীদের পাশাপাশি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন ‘স্তালিন’ নাটকের বিরোধিতাকারীরা। যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয় পুলিশ। এ পুলিশি পাহারার মধ্য দিয়েই বিকাল পাঁচটার কিছু পরে প্রতিবাদ সমাবেশ শুরু হয়। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী বজলুর রশীদ, জাতীয় মুক্তি কাউন্সিলের ফয়জুল হাকিম লালা, বাসদ মার্কসবাদী  কেন্দ্রীয় নেতা মানষ নন্দী, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা রাজিকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হক, নয়া সমাজতান্ত্রিক গণ মোর্চার জাফর হোসেন, বিবর্তন সাংস্কৃতিক সংগঠনের মফিজুর রহমান লালটু, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, নারী মুক্তি ফোরামের শিমা দত্ত প্রমুখ।

সর্বশেষ খবর