বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা

ইউজিসিতে পূর্ণকালীন তিন সদস্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

তিনজন অধ্যাপককে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে একজনকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়া হলো। গতকাল এসব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিয়োগ পাওয়া ইউজিসির সদস্যদের মধ্যে ড. দিল আফরোজা বেগম আগেও ইউজিসির সদস্য ছিলেন। বাকি দুজন হলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ আলমগীর এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। তারা গতকাল ইউজিসিতে সদস্য হিসেবে যোগ দিয়েছেন বলে ইউজিসি-সূত্র জানিয়েছেন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী চার বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দিতে পারবে।

সর্বশেষ খবর