রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা

বাজেটে শ্রমিকদের জন্য কিছু নেই : স্কপ

নিজস্ব প্রতিবেদক

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শ্রমজীবী মেহনতি মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেনি বলে মনে করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল সংগঠনটির যুগ্ম-সমন্বয়ক কামরুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বাজেট প্রবৃদ্ধি ও বৈষম্য দুটোই বাড়াবে। মালিকের সম্পদ এবং শ্রমিকের দুর্দশা বৃদ্ধি করবে। বাজেটের বিশালত্ব নিয়ে অর্থমন্ত্রীর গর্ব থাকলেও এই বাজেটে শ্রমিকরা তাদের স্থান খুঁজে পাচ্ছেন না। বাজেটে মালিকদের জন্য কর ছাড়, রপ্তানি প্রণোদনা, ঋণ সহজীকরণ, খেলাপি ঋণ মওকুফসহ নানা সুযোগ থাকলেও শ্রমিকের জন্য কোনো বরাদ্দ নেই। তাই তারা সংসদে বাজেট পাসের আগে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ যুক্ত করার আহ্বান জানান।

সর্বশেষ খবর