সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা
‘অপারেশন সানরাইজ-২’

ভারত-মিয়ানমার সীমান্তে জঙ্গি ঘাঁটি ধ্বংস, বহু আটক

কলকাতা প্রতিনিধি

ভারত ও মিয়ানমার সীমান্তে যৌথ অভিযান চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে উভয় দেশের সেনাবাহিনী। আটক করা হয়েছে বহু জঙ্গিকে। গতকাল ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৬ মে থেকে ৮ জুন-এর মধ্যবর্তী সময়ে ‘অপারেশন সানরাইজ-২’ নামে এই অভিযান চালানো হয়েছিল। অভিযানে ভারতীয় সেনাবাহিনীর দুই ব্যাটেলিয়নের সঙ্গে ছিল স্পেশাল ফোর্স, আসাম রাইফেল এবং ইএফ্রেন্টি ঘটকস-এর সদস্যরা। অন্যদিকে এই অভিযানে মিয়ানমারের তরফে অংশ নিয়েছিল সেদেশের সেনাবাহিনীর চারটি ব্যাটেলিয়নের সদস্যরা। এ সময় ৮০ জঙ্গিকে আটক করা হয়। মর্টার চালিয়ে সাত থেকে আটটি জঙ্গি শিবির ধ্বংস করা হয়েছে, যার মধ্যে রয়েছে-দ্য এনএসসিএন (খাপলাং), ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড (এনডিএফবি), দ্য ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (আই), কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর শিবির। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর