শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

বরগুনার ঘটনা বিচারহীনতার ফসল

-মুফতি ফয়জুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে স্ত্রীর সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যার বর্বর ঘটনা বিচারহীনতার সংস্কৃতির ফসল কিনা তা গভীরভাবে চিন্তা করতে হবে। তিনি বলেন, অতীতে সংঘটিত সহিংসতার ঘটনাগুলোর সঠিক বিচার হলে আজ দেশবাসীকে এমন নৃশংস হত্যার দৃশ্য দেখতে হতো না। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, এ ঘটনায় আজ লাল-নীল কষ্টে ভাসছে বাংলাদেশ।

 রিফাত শরীফের জন্য হাহাকার করছে সব মানবিক মন। এ কষ্টের যন্ত্রণা গভীর।

 আমি একা নই সারা বাংলাদেশ আজ কষ্টের যন্ত্রণায় কাতর। এ হত্যাকাে র তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। হত্যাকাে র সময় রিফাতের স্ত্রী ছাড়া  কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। বাংলাদেশের জন্য এটি একটি বিপজ্জনক দিক। আগ্রাসী-জালিমের হামলার মুখে আজ অরক্ষিত দেশের আইন, প্রচ ভাবে অরক্ষিত দেশের আদর্শিক সীমান্তও। আমি এ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ, বাকরুদ্ধ ও উদ্বিগ্ন।

সর্বশেষ খবর