মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে সেই নিরপরাধ ব্যক্তির মুক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি ধরতে গিয়ে ভুল তথ্যের কারণে গ্রেফতার নিরপরাধ সেই নুরুল আবছার ১৩ দিন পর জেল থেকে মুক্তি পেয়েছেন। নুরুল আবছার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মধ্যম গারাংগিয়া এলাকার মৃত নুরুন্নবীর ছেলে। গতকাল পঞ্চম যুগ্ম-মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিনের আদালত এ আদেশ দেয় বলে জানান আদালতের পেশকার ফরিদ আহমদ। তিনি বলেন, নুরুল আবছারকে যে মামলায় গ্রেফতার করে সাতকানিয়া পুলিশ কারাগারে পাঠিয়েছিল সেই মামলার প্রকৃত আসামি সাতকানিয়া উপজেলার গারাংগিয়া হাতিয়ারপুল এলাকার নুরুল কবির আলমের ছেলে নুরুল আবছার (৩৩)। তিনি চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মিঠাগলি ফজিলা মার্কেটের নিউ মোটর বিতানের মালিক। তিনি বলেন, সাতকানিয়া থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহিরুল ইসলাম চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি ধরতে ভুলবশত প্রকৃত আসামি নুরুল আবছারের পরিবর্তে আরেকজন নুরুল আবছারকে গ্রেফতার করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর