শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কাউন্সিলরদের উন্নয়ন কর্মকান্ডের কেন্দ্রে রাখতে হবে : বিআইপি

নিজস্ব প্রতিবেদক

মেয়র নয়, ওয়ার্ডভিত্তিক উন্নয়ন কর্মকান্ডের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে কাউন্সিলরদের। তাহলেই পুরো ঢাকা শহরের পরিকল্পিত ও সুষম উন্নয়ন সম্ভব। পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা সিটি গড়তে জনগণকে সঙ্গে নিয়ে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ জরুরি। পরিকল্পিত নগর গড়তে কাউন্সিলর পদের গুরুত্ব বৃদ্ধি ও তাদের উন্নয়ন কর্মকান্ডের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার বিকল্প নেই। গতকাল রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত সংবাদ সম্মেলনে নগর পরিকল্পনাবিদরা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে নাগরিক ইশতেহার শীর্ষক প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান।

 এ সময় বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, বিআইপির উপদেষ্টা ড. গোলাম রহমান, সংগঠনটির সহ-সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম ও বোর্ড সদস্য রেজাউর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর