শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সমন্বিত ভর্তি পরীক্ষায় বুয়েট ও চবির ‘না’

প্রতিদিন ডেস্ক

সমন্বিত ভর্তি পরীক্ষায় না গিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। গতকাল এ বিষয়ে সিদ্ধান্ত নেয় বুয়েট ও চবি।  বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, আগের নিয়মেই শিক্ষার্থী ভর্তি করা হবে। বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামসহ তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এতে ভর্তিচ্ছুদের আলাদাভাবে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে হবে। অন্যদিকে সমন্বিত  ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার সমন্বিত ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করার পর পরবর্তী শিক্ষাবর্ষের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ খবর