সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

নারী উদ্যোক্তারা সহায়তা পাবেন

-মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ দ্রুত নিরুপণ করে তাদের আর্থিক ও টেকনিক্যাল সহায়তা প্রদান করা হবে। উপজেলা ও জেলা পর্যায়ের অফিস থেকে আগামী এক সপ্তাহের মধ্যে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল সচিবালয়ে তার অফিস কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা, দফতর-সংস্থার প্রধান ও প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠককালে এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক পারভীন আকতার, শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসুরা নূর এনডিসি ও প্রকল্প পরিচালক ড. আবুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ খবর