বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাজশাহীর পাঁচটি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু করেছে। মঙ্গলবার থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পণ্য বিক্রি শুরু হয়। টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার বলেন, ঈদুল আজহা ও করোনার কারণে টিসিবির পণ্য দিচ্ছে সরকার। চলবে ২৮ জুলাই পর্যন্ত। তিনি বলেন, রাজশাহী জেলা ও মহানগর মিলে ৮২ জন ডিলার আছেন। নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, গৌরহাঙ্গা রেলগেট, লক্ষ্মীপুর, ভদ্রা ও নওদাপাড়া বাজারসহ পাঁচটি মোড়ে এ পণ্য বিক্রি হচ্ছে। প্রথম অবস্থায় চিনি, সয়াবিন তেল, মসুর ডাল বিক্রি করা হচ্ছে। একেকজন ডিলার প্রতি ট্রাকে মোট ২১৫০ কেজি পণ্য পাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর