সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিসিএসের খাতা পুনর্মূল্যায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন অনুত্তীর্ণরা। গতকাল সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে প্রায় অর্ধ শতাধিক চাকরিপ্রত্যাশী অংশ নেন। আন্দোলনকারীরা বলছেন, তারা অধিকাংশই বিসিএসের লিখিত পরীক্ষা ভালো দিয়েছেন। আগেও বিসিএস পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। কেউ ভালো সরকারি চাকরিও করছেন। কিন্তু ৪০তম বিসিএসে উত্তীর্ণ হতে পারেননি।

তারা বলেন, খাতা দেখায় কোথাও হয়তো ত্রুটি হয়েছে। যে কারণে আমরা উত্তীর্ণ হতে পারিনি। সে কারণে আমরা পুনর্মূল্যায়নের দাবি জানাই।

৪০তম বিসিএস লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ নাইমা তাবাসুম বলেন, খাতা মূল্যায়নে কোথাও একটা ঘাপলা হয়েছে। আমার চেয়ে খারাপ পরীক্ষা দিয়েও অনেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

সর্বশেষ খবর