সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

এরশাদের মৃত্যুবার্ষিকীতে জাপার নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। এজন্য জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের কেন্দ্রীয়ভাবে পালনের জন্য দুটি কমিটি অনুমোদন করেন। ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও যুগ্ম আহ্বায়ক জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত পাটির দলীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হবে। জেলায় জেলায় লিফলেট বিতরণ, পোস্টার, ফেস্টুন লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে জেলায় জেলায় করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর