রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

মানসিক বিকাশে শিশুদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

শিশুদের মানসিক বিকাশে গণস্বাস্থ্য কেন্দ্র এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা প্রায় ৪ ঘণ্টা বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লকডাউনের কারণে গত বছরের এপ্রিল থেকে স্কুল বন্ধ ও বাইরে চলাফেরায় বিধিনিষেধ থাকার কারণে বাচ্চাদের মধ্যে নিরাপত্তাহীনতা ও মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে পরবর্তীতে তাদের পোস্ট প্যান্ডেমিক ট্রমায় ভোগার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্পাসের ভিতরে অবস্থানরত স্টাফদের বাচ্চাদেরকে অফিসে কাজের সঙ্গে পরিচিত করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুদের একাকিত্ব দূর করার লক্ষ্যে এই কার্যক্রমের আওতায় সপ্তাহে এক দিন বাচ্চারা অফিসে এসে অফিসের কাজে সহায়তা করবে ও বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবে। ৪ থেকে ১২ বছরের বাচ্চারা এই কার্যক্রমে অংশগ্রহণ করবে। এরই অংশ হিসেবে গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তারা প্রায় ৪ ঘণ্টা বাচ্চাদের সঙ্গে সময় কাটান। মানসিক বিকাশে তারা খেলার ছলে তাদের কাজ শেখান ও পড়াশোনা করান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদও বাচ্চাদের আলাদা করে সময় দেন। সার্বিক কার্যক্রমটির ব্যবস্থাপনায় ছিল গণস্বাস্থ্য অ্যাডমিন ডিপার্টমেন্ট।

সর্বশেষ খবর