রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা
ডিজিটাল নিরাপত্তা আইন

পাবনায় মানববন্ধনে মামলা প্রত্যাহার দাবি

পাবনা প্রতিনিধি

পাবনা প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) মামলার প্রতিবাদে পাবনার গণমাধ্যমকর্মীরা শনিবার দুপুরে মানববন্ধন করেছেন। আবদুল হামিদ সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজুর নাম ব্যবহার করা ব্যক্তির বিষয়ে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষুব্ধ হয়ে মামলাটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে করেছেন। সংবাদটি প্রকাশ করেছিল সৈকত সম্পাদিত ‘পাবনা মেইল টুয়েন্টিফোর ডট কম’। সংবাদে বলা হয়েছে- গত ৮ মার্চ জেলার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেওয়া এক ব্যক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন পুলিশ। এ সময় বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আবদুল মতীন খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহীদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী বাবলা, প্রথম আলোর সরোয়ার উল্লাস, ডেউলি স্টারের তপু আহমেদ প্রমুখ। 

মানববন্ধনে ঘোষণা করা হয় : মামলা প্রত্যাহার দাবিতে রবিবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ, সোমবার প্রতিবাদ সমাবেশ, মঙ্গলবার স্থানীয় সংবাদপত্রে জায়গা খালি রেখে প্রতিবাদ জানানো হবে। এর পরেও মামলা প্রত্যাহার না করা হলে জেলায় আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর