রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রতারণা রোধে ই-কমার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

ই-কমার্সের নামে প্রতারণা রোধে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিদ্যমান পরিস্থিতি ও সমস্যার সমাধানে করণীয় সম্পর্কে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেছে। প্রস্তাবনার মধ্যে রয়েছে ডিজিটাল কমার্স সেল কার্যকর ও এর সক্ষমতা বাড়ানো বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলকে কার্যকর করা, সেলে লোকবল বাড়ানো এবং তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন লোকবল নিয়োগ দেওয়া। এই সেল প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে। এখানে আলাদা ইউনিট থাকতে পারে ‘আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্সি ইউনিট’ নামে। ডিজিটাল কমার্স পলিসি-২০১৮ মোতাবেক কমিটি গঠন করা। এর মধ্যে রয়েছে রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট কমিটি, কারিগরি কমিটি ও উপদেষ্টা কমিটি।

প্রসঙ্গত সম্প্রতি ইভ্যালি ই-অরেঞ্জসহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার পরিপ্রেক্ষিতে ই-কমার্স অ্যাসোসিয়েশন এসব প্রস্তাব দেয়।

সর্বশেষ খবর