শিরোনাম
শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

গাজীপুরে কনস্টেবল পদে ইন্টারভিউ দিতে গিয়ে চাকরিপ্রার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরির ইন্টারভিউ দিতে এসে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে গাজীপুর সিটির লক্ষ্মীপুরা জেলা পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম চৌধুরী (২০) গাজীপুর সিটির গাছা থানাধীন উত্তর খাইলকৈর হিন্দুবাড়ি মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ বলছে, হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের ফুপাতো ভাই কবির হোসেন খোকন জানান, ফাহিম গাজীপুর সিটির কাজী আজিম উদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। এক ভাই এক বোনের মধ্যে ফাহিম বড়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাজীপুর জেলা পুলিশ লাইন মাঠে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নেন ফাহিম  চৌধুরী। দুপুর ১২টার দিকে শারীরিক পরীক্ষা চলাকালে গরমের কারণে সারির পেছনের দিকে দাঁড়িয়ে থাকা ফাহিম মাঠ সংলগ্ন টেলিকম টাওয়ারের পাশে গিয়ে দাঁড়ান। এ সময়  সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফাহিমকে মৃত ঘোষণা করেন। এদিকে চারদিকে প্রচার হয় পুলিশ লাইনস মাঠে টেলিকম টাওয়ারে হেলান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন ফাহিম।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. ছনোয়ার হোসেন বলেন, জেলা পুলিশ লাইন মাঠে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে ফাহিম চৌধুরী একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হননি। বিকালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

তিনি হাসপাতালের চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জানান, নিহতের শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে চিকিৎসকের মতে তার হার্ট অস্বাভাবিক ছিল। হার্টের অসুস্থতার কারণে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিদ্যুৎস্পৃষ্টতার বিষয়টি নিশ্চিত হতে পল্লী বিদ্যুৎ সমিতির বিশেষজ্ঞদের এনে ওই টাওয়ারটি পরীক্ষা করা হলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ খবর