শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আলোকিত সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন নববী আদর্শের বাস্তবায়ন

-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বব্যাপী অশান্তি, দুর্দশাগ্রস্ত জাতিকে সঠিক পথে পরিচালনা করতে হলে সর্বক্ষেত্রে নববী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। পবিত্র সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কেরাত, হিফজুল হাদিস, নাতে রসুল সা. বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, ডা. শহিদুল ইসলাম, নুরুজ্জামান সরকার, মুফতি আবদুল আহাদ, নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন প্রমুখ। ‘একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে’ স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর।

এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ৫ নভেম্বর শুক্রবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় সিরাত সম্মেলনে।

সর্বশেষ খবর