বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ব্যাংকে চুরিতে ব্যর্থ হয়ে নথিপত্রে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বেসরকারি একটি ব্যাংকে চুরিতে ব্যর্থ হয়ে স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। সোমবার গভীর রাতে ট্রাস্ট ব্যাংকের হালিশহর শাখায় এ ঘটনা ঘটে।

সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) ওয়ারিশ আহমেদ বলেন, ‘সোমবার গভীর রাতে ট্রাস্ট ব্যাংকে চুরির প্রচেষ্টা হয়। মঙ্গলবার সকালে ব্যাংক কর্মকর্তারা অফিসে গিয়ে আসবাবপত্র ও নথিপত্র অগোছালো অবস্থায় পায়। স্টোর রুমের কিছু কাগজপত্র  পোড়ানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ব্যাংকের সিসি ক্যামেরায় ধরা পড়েছে চুরির প্রচেষ্টার পুরো ঘটনা। ফুটেজে দেখা যায়- রাত ২টায় ভবনের দোতলা দিয়ে ব্যাংকে প্রবেশের চেষ্টা করে দুই ব্যক্তি। প্রবেশের পর বিভিন্ন টেবিলের ড্রয়ার খুলে কাগজপত্র উল্টেপাল্টে দেখেন। টেবিলের ওপর থেকে নথিপত্র  ফেলে দেন। এরপর ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করেন। ভল্ট ভাঙার চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্টোর রুমে প্রবেশ করে বেশ কিছু নথিপত্রে আগুন ধরিয়ে দেয়।

উপ-কমিশনার ওয়ারিশ আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে তারা পেশাদার চোর। চুরির উদ্দেশে ব্যাংকে প্রবেশ করেছিল। হয়তো তারা ভেবেছিল, ব্যাংকে প্রবেশ করলেই টাকা-পয়সা পাওয়া যাবে। চুরি করতে ব্যর্থ হয়ে কাগজপত্রে আগুন দেয়।’

সর্বশেষ খবর