শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি আবদুস  সালাম হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আবদুস সালাম ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের  মৃত মৌজ আলী হাওলাদারের ছেলে। গতকাল সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জানা যায়, আবদুস সালাম হাওলাদার ২০০৯ সালে বিডিআর হত্যাকান্ডের পর থেকেই কারাগারে ছিলেন।

পিলখানা হত্যাকান্ডের পর তিনি ২০১২ সালের একটি মামলার রায়ে পাঁচ বছর ছয় মাস এবং ২০১৩ সালে একটি মামলার রায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হন। সাজার মেয়াদ শেষ হয়ে আসায় অল্প কিছুদিনের মধ্যেই তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে যেতেন। এমন সময় হঠাৎ তার মৃত্যু হলো। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার জানান, বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন সালাম। পৃথক দুটি মামলায় পাঁচ বছর ও দশ বছর করে সাজা হয়েছিল তার। তিনি আরও জানান, কিডনির সমস্যা ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। এর আগে বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। সকালে কারাগারে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর