বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

প্রস্তাবিত বাজেট বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী, বাস্তবায়নযোগ্য ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী বলে উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।  তিনি বলেছেন, এই বাজেট উন্নয়ন ও জনবান্ধব বলেই অন্য সরকারের বাজেটের মতো এর গঠনমূলক তেমন সমালোচনা নেই। শুধু সমালোচনার জন্যই সমালোচনা হচ্ছে। গত মঙ্গলবার রাতে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, সেটা বাংলাদেশে সৃষ্ট নয়। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারাবিশ্বকে নাড়িয়ে দিয়েছে। জ্বালানিসহ সব পণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে। উন্নত দেশগুলোতেও ডবল ডিজিটে চলে গিয়েছে মূল্যস্ফীতি। কিন্তু এখনো সেই তুলনায় মূল্যস্ফীতি পরিস্থিতির বিবেচনায় আমরা বেশ ভালো অবস্থানে রয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব যতদিন থাকবে, ততদিন দেশ নিরাপদ থাকবে। যদি তার হাতে দেশ নিরাপদ না থাকে, তাহলে আর কারও পক্ষে এ দেশ নিরাপদ রাখা সম্ভব নয়। এ সময় ভূমিমন্ত্রী সবাইকে রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবাসতে এবং কীভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে- তা নিয়ে চিন্তা করতে উদাত্ত আহ্বান জানান।

সর্বশেষ খবর