রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আনোয়ারা সৈয়দ হক পেলেন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা সৈয়দ হক পেলেন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার

সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২২’ পেয়েছেন প্রবীণ কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এ ছাড়া ‘ফানুস’ উপন্যাসের জন্য নবীন সাহিত্য শ্রেণিতে (অনূর্ধ্ব ৪০) এ পুরস্কার জিতলেন কথাশিল্পী মৌরি মরিয়ম। পুরস্কার হিসেবে তাদের দেওয়া হয়েছে যথাক্রমে ৫ লাখ ও ১ লাখ টাকা। পাশাপাশি দেওয়া হয়েছে ক্রেস্ট, উত্তরীয় ও সনদ। রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গতকাল এ পুরস্কার দেওয়া হয়। এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারের জন্য গঠিত বিচারকমন্ডলীর সভাপতি ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আবদুল বারী এবং বিশিষ্ট সংগীতশিল্পী ও নির্মাতা, হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানের সূচনা ঘটে প্রথিতযশা সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য দেন অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম।

সর্বশেষ খবর