রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চিনির পর্যাপ্ত মজুদ আছে আমদানিও হচ্ছে : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দেশে চিনির কোনো অভাব নেই। রমজান টার্গেট রেখে বাজারে পর্যাপ্ত চিনির মজুদ রাখা হয়েছে। এর পরও বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া আছে আরও ১ লাখ টন চিনি এনে রাখার জন্য। গতকাল সকালে রাজশাহী সার্কিট হাউসে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি পরিসংখ্যান মতে দেশে পর্যাপ্ত চিনি মজুদ আছে। আগামী রমজান পর্যন্ত এ মজুদ পর্যাপ্ত। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এ অবস্থায় বাজারে যেন চিনির সংকট না হয় সে জন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়কে আরও চিনি এনে রাখার জন্য বলেছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিসিকের চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, সমাজসেবী শাহিন আকতার রেনী, বিসিকের আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, জেলা প্রধান জাফর বায়েজিদ ও রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

সর্বশেষ খবর