শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেজর আবদুল গণির মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

মেজর আবদুল গণির মৃত্যুবার্ষিকী আজ

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রাদেশিক আইন পরিষদের সদস্য জাতীয় বীর মেজর আবদুল গণির ৬৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া), মেজর গণি পরিষদ এবং তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিবছরই কুমিল্লা সেনানিবাসে তাঁর সমাধিসৌধে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়। রাওয়ার উদ্যোগে আজ বেলা আড়াইটায় রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে স্মরণসভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় মরহুমের বড় ছেলে কর্নেল (অব.) তাজুল গণি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রাক্তন সেনা কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সর্বশেষ খবর