সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এ নির্বাচনে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ নেই : জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, একই দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ও ডামি প্রার্থীদের মধ্যে নামকাওয়াস্তে প্রতিদ্বন্দ্বিতা দেখানোর নাটক চলছে। তামাশার এ নির্বাচনে যোগ্য ও সৎ নেতৃত্ব বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। দেশের মানুষ প্রহসনের এ নির্বাচন মানে না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একতরফা নির্বাচনের আয়োজনের দায় সরকারকেই নিতে হবে। গতকাল পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কাউন্সিলে লুতফুর রহমানকে সভাপতি, তানভীর মাহমুদকে সাধারণ সম্পাদক ও আবদুর রহীমকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠিত হয়। ছাত্র জমিয়ত ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মুঈনুল ইসলামের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক তানভীর মাহমুদের পরিচালনায় কাউন্সিলে আরও বক্তব্য রাখেন মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, রিদওয়ান মাজহারী, মাওলানা আবদুল গাফফার ছয়ঘরী, মুফতি বশীরুল হাসান খাদিমানী, মাওলানা আবুল বাশার, এমরানুল বারী সিরাজী, মাওলানা বুরহানুদ্দীন, হাফেজ কাউসার আহমদ, সাদ বিন জাকির প্রমুখ।

সর্বশেষ খবর