বাংলাদেশ বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫ গতকাল তেজগাঁও বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়। এতে ২০২৪ সালের বিমান উড্ডয়নের কার্যক্রম এবং উড্ডয়ন সংক্রান্ত সব ঘটনার বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এ তথ্য জানায়। সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন। তিনি তাঁর বক্তব্যে বিমান বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম এবং পেশাদারত্বের প্রশংসা করেন, যার ফলে ২৩,০২৬ ঘণ্টা নিরাপদ উড্ডয়ন সম্ভব হয়েছে, যা বাংলাদেশ বিমানবাহিনীর কার্যক্রমের সাফল্য এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র জানায়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে ‘আন্তঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ এবং ৫ নম্বর বহরকে ২০২৪ সালের সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য ‘আন্তবহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ প্রদান করা হয়।
এ ছাড়া এ বছর সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক বিমান প্রকৌশল বহরকে ‘বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমান সদর ও বিমানবাহিনীর ঘাঁটিসমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনারা উপস্থিত ছিলেন।