খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক নূর ইসলামের (৪২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নূর ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন তালুকদার মার্কেট এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন। মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নূর ইসলাম বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড়ে জমি লিজ নিয়ে ফসল চাষ করতেন। গতকাল ধান খেতে সেচ দিতে পানি তোলার জন্য মোটর চালু করতে যান। তখন বিদ্যুতায়িত হয়ে তারসহ পার্শ্ববর্তী খালে পড়ে মারা যেতে পারেন তিনি। বিকালে তার লাশ খালে ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। বর্তমানে তার লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এদিকে নূর ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন। এক বিবৃতিতে তিনি বলেন, নূর ইসলামের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।