চলতি বছরের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভুল সংশোধনের জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গতকাল শিক্ষাবোর্ডগুলো এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষকদের আবশ্যিকভাবে ৭ জুলাইয়ের মধ্যে বইয়ের সংশোধন ও পরিমার্জন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের ই-মেইলে পাঠাতে হবে।