জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হয়েছেন। ঘটনার পর পরই সেখানে এসে উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার একটি চিত্র প্রদর্শনীকালে এ ঘটনাটি ঘটে। এর আগে, ২৩ জুন ও ৩ জুলাই এনসিপি কার্যালয়ের সামনে দুই দফায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।