দেশে দুজনকে গ্রেপ্তারের পর ৪২ দিনের জিম্মি দশা থেকে মুক্ত হন লিবিয়াপ্রবাসী আলমগীর হোসেন ও সিরাজ উদ্দিন। পরে তাদের দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সংস্থাটির ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান।
তিনি জানান, গত ৮ জানুয়ারি আলমগীর ও সিরাজকে লিবিয়ার ত্রিপোলি থেকে অপহরণ করা হয়। এরপর তাদের ওপর নির্যাতন করে সে ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ২২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে অপহরণকারীদের কাছে দেড় লাখ টাকা পাঠান স্বজনরা। এর মধ্যে রাজশাহী থেকে রাসেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে মিন্টু ফরাজীকে গ্রেপ্তার করে পিবিআই। একপর্যায়ে অপহৃত আলমগীর ও সিরাজকে এক জায়গায় ফেলে চলে যায় অপহরণকারীরা।