দেশে ব্যাঙের ছাতার মতো বেসরকারি মেডিকেল কলেজ গড়ে উঠছে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও বেশি চিকিৎসকের যে প্রয়োজন সন্দেহ নেই। এ প্রয়োজন মেটাতে বেসরকারি পর্যায়ে মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু হাতেগোনা কয়েকটি বেসরকারি মেডিকেল কলেজ ছাড়া অন্যগুলোর কোনো মান নেই। শিক্ষার্থীদের চিকিৎসাবিদ্যা শিক্ষা দেওয়ার বদলে সনদপত্র বিক্রি করে টাকা অর্জনই তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন পেলেও অনেক বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতাল নেই। নেই শিক্ষার্থীদের প্রাকটিক্যাল ক্লাসের জন্য পর্যাপ্ত উপকরণ। ভাড়া নেওয়া ভবনে স্থাপিত এসব মেডিকেল কলেজ চালানো হয় ভাড়া করা শিক্ষকদের নিয়ে। প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় অবিশ্বাস্য হারে টিউশন ফি। বেসরকারি মেডিকেল কলেজগুলোর এই হালহকিকতে সরকারও পড়েছে বিব্রত অবস্থায়। বেসরকারি মেডিকেল কলেজগুলো ঠিকমতো চলছে কি না তা পর্যালোচনায় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে নিয়মবহিভর্ূত কর্মকাণ্ডের দায়ে ১২টি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজগুলোর ব্যাপারে সরকার যে কুম্ভকর্ণের ঘুমে মগ্ন নেই এটি নিঃসন্দেহে স্বস্তির ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, ব্যাঙের ছাতার মতো মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হলো কেন? রাজনৈতিকভাবে কাউকে পাইয়ে দেওয়ার নামে যেভাবে মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে তা জাতিকে ঝুঁকির মধ্যে ফেলেছে। চিকিৎসক সনদপ্রাপ্ত একদল অজ্ঞ বা হাতুড়ে চিকিৎসকই সৃষ্টি করছে তথাকথিত বেসরকারি মেডিকেল কলেজগুলো। আমরা মনে করি মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো শুধু বন্ধ করে দেওয়া নয়, যারা তাদের অনুমোদন দিয়েছেন তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বেসরকারি মেডিকেল কলেজ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর