সিঙ্গাপুরে সন্তানরা স্কুলে অংকের ক্লাসে কী শিখছে তা বুঝতে বাবা মায়েরা এখন টিউশন নিচ্ছেন। এতে করে বাসায় তারা নিজেরাও বাচ্চাদের ঠিকঠাক দেখাশোনা করতে পারবেন।
একটি টিউশন সেন্টারের প্রিন্সিপাল নূর হিদায়েত ইসমাইল বলেন, অনেক বাবা-মা সেন্টারে আসেন যাদের অংকের জ্ঞান একেবারে শূন্য।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি, ২০১৫/ রশিদা