পুলিশের গাফিলতির কারণে ২৪ দিনে ৪৮ মিলিয়ন ডলার খোয়া গেছে পার্কিং টিকিট খাতে। অর্থাৎ সিটি মেয়রের সঙ্গে নিউইয়র্ক পুলিশের যে দ্বন্দ্ব চলছে তার পরিপ্রেক্ষিতে ট্রাফিক আইন লংঘনের টিকিট প্রদানের হার হ্রাস পেয়েছে এবং এহেন অবস্থার সৃষ্টি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। কৃষ্ণাঙ্গ এরিক গার্নার এবং মাইকেল ব্রাউনের হত্যাকাণ্ডের জন্যে পুলিশকে অভিযুক্ত না করার পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি বাসিয়ো যে মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করেই এ বিরোধ তৈরি হয়েছে।
ইতোমধ্যেই পুলিশ বাহিনীর অনেক সদস্য প্রকাশ্যে মেয়রের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। বর্ণবিদ্বেষমূলক হামলার শিকার দুই পুলিশ অফিসার ওয়েনজিয়ান লিউ এবং রাফায়েল র্যামোসের ফিউনারেলের সময়েও বেশ কিছু অফিসার মেয়রকে অপমান করেছেন। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। মেয়র অনেক ক্ষেত্রেই নমনীয় হলেও দায়িত্ব পালনে পুলিশ অফিসারের সিংহভাগই ততটা আন্তরিক হননি বলে মনে করা হচ্ছে। এরই পরিণতি হিসেবে ১২ জানুয়ারি পর্যন্ত ৪৬ মিলিয়ন ডলারের কম পরিমাণের পার্কিং ভায়োলেশনের টিকিট ইস্যু হয়েছে। এ বিষয়টি মিডিয়ায় অত্যন্ত খোলামেলাভাবে প্রকাশের পর পুুলিশ কমিশনার বিল ব্র্যাটন সকলকে আহ্বান জানিয়েছেন নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্যে। পুলিশ কমিশনারও উদ্ভূত পরিস্থিতি স্বীকার করেছেন। শুধু পার্কিং ভায়োলেশনই নয়, অন্যান্য সার্ভিসেও গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। পুলিশের মধ্যে সৃষ্ট ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে টহল পুলিশও আগের মত আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করছেন বলে অনেকে মনে করছেন না।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৫/ রশিদা