নিউইয়র্কে বইমেলার দুই যুগপূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা উৎসব’-এর প্রাণপুরুষ ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি প্রবাসীদের কৌতুহলের অবসান ঘটিয়েছেন। শারীরিক অসুস্থতা নিয়েই প্রতিদিন মূলমঞ্চে বসে প্রবাসীদের প্রশ্নের জবাব দিয়েছেন। সমাপনী দিনের ‘মুখোমুখি’ অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং রামকুমার মুখোপাধ্যায় দুই বাংলার মধ্যকার চমৎকার একটি সম্পর্কের আলোকে কথা বলেন।
আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, "বাংলাদেশের গণতন্ত্র মহাবিপাকে পড়েছে। অশিক্ষার কারণে গণতন্ত্র পরিপুষ্ট হচ্ছে না। মূল্যবোধ জাগ্রত হচ্ছে না। পারস্পরিক অবিশ্বাস গণতন্ত্রকে ব্যাহত করছে।"
প্রবাস প্রজন্মে বাংলাদেশি সংস্কৃতির বিকাশ এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ সম্পর্কে বিস্তর ধারণা প্রদানের পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা জোরদারের সংকল্প ব্যক্ত করার মধ্য দিয়ে নিউইয়র্কে ৩ দিনের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার সমাপ্তি ঘটলো রবিবার রাত ১১টায়।
মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে বইমেলার এটি ছিল দুই যুগপূর্তি উৎসব। বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ভিয়েনা, অস্ট্রেলিয়া এবং স্বাগতিক আমেরিকার কবি, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজকর্মী, ব্যবসায়ী, পরিবেশ বিদ, সাংস্কৃতিক সংগঠকরা বিভিন্ন পর্বের আলোচনায় অংশ নেন। ১৬টি প্রকাশনা সংস্থার স্টল দেয়া হয় বাংলাদেশ থেকে। প্রবাসের শতাধিক কবি-লেখকের সরব উপস্থিতি এ উৎসবকে বাঙময় করে রেখেছিল।
বিডি-প্রতিদিন/ ২৫ মে, ২০১৫/ রশিদা