বাংলাদেশ প্রেসক্লাব অব সেন্টার আলবার্টার সহযোগিতায় বাংলাদেশ হেরিটেজ মিউজিয়াম স্থানীয় শিল্পী ইশরাত জাহানের 'অস্তিত্ব সাধনা' এক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে ইশরাতের ৯টি চিত্রকর্ম স্থান পায়।
বাংলাদেশ প্রেসক্লাব অব সেন্টার আলবার্টা সভাপতি দেলোয়ার জাহিদ ১০ অক্টোবর এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেরিটেজ অব আলবার্টার কর্মকর্তা মাসুদ ভুইয়া, আনামুর রহমান ও নুরুল হুদা।
বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণকারী ইশরাত সমাজবিজ্ঞান বিষয় নিয়ে উইনিপেগ বিশ্ববিদ্যালয়ের থেকে দ্বাদশ এবং এ বছর ম্যাকইউয়ান বিশ্ববিদ্যালয়ের শিশু ও যুব যত্ন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
বাংলাদেশে জন্ম নেয়া কানাডিয়ান এ শিল্পী শিশু ও যুব যত্ন বিভাগ থেকে গত ৮ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। বর্তমানে আল্টা কেয়ার রিসোর্সের একজন প্রকল্প কর্মকর্তা। ২০০২ সালে তিনি একসঙ্গে তার বোন এলমার সঙ্গে ইউরোপের স্পেনে একটি যুক্ত প্রদর্শনীর আয়োজন করেন।
প্রদর্শিত চিত্রকর্মগুলো ২০১২ সালে ৪ জানুয়ারি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পূর্বজ মাহিনুরের স্মৃতির প্রতি উৎসর্গিত। ইশরাত জাহান তার শিল্পকর্মের পিছনে প্রেরণা প্রসঙ্গে বলেন, ‘আমি আনন্দ, নিরানন্দ, নিঃসঙ্গতা, রাগ, এবং ভালোবাসার অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে আমার আঁকা ছবির সঙ্গে আমাদের তরুণ প্রজন্মকে সংযুক্ত করার চেষ্টা করছি।’
বিডি-প্রতিদিন/ ১৮ অক্টোবর, ২০১৫/ রশিদা