নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই তারা যেন এগিয়ে আসেন এবং বোঝা ভাগ করে নেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক দায়-দায়িত্ব নিতে হবে বিশেষ করে যখন গ্রামীণ এলাকায় নারী ও মেয়েরা বিপদাপন্ন হয়।
জাতিসংঘ সদর দপ্তরে ‘কমিশন অন দ্যা স্যাস্টাস অব উইমেন’র চলতি ৬২তম অধিবেশনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ মিশন আয়োজিত ইভেন্টটের নাম ছিল 'দায়ভাগ: জলবায়ু সৃষ্ট বাস্তুচ্যুতিতে গ্রামীণ নারী'।
প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি উল্লেখ করে বলেন, 'জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের কোন সমস্যা নয় এটি আমাদের জীবদ্দশায়ই ঘটছে এবং তা আমাদের মোকাবিলা করতে হবে। কাজেই এ বিষয়ে আজই ব্যবস্থা নিতে হবে।'
বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৮/ফারজানা