যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লে. গভর্নর পদে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ারর দৌড়ে অবতীর্ণ বাংলাদেশি-আমেরিকান ড. নীনা আহমেদের সমাবেশ আগামী ৩১ মার্চ শনিবার।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলের এ সমাবেশ ঘিরে সমগ্র কমিউনিটিতে ভিন্ন এক আবহ তৈরি হয়েছে। আসন সংখ্যার কারণে কেবলমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য এই সমাবেশ সীমিত থাকলেও অনেকে আগ্রহ প্রকাশ করছেন। বেলা ১২টায় শুরু এ অনুষ্ঠান শেষ হবে বিকাল ৩টায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে সকালেই যোগাযোগক্রমে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহের অনুরোধ করা হয়েছে।
সমাবেশের সমন্বয়কারিদের মধ্যে রয়েছেন ‘এলায়েন্স ফর সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’র জাতীয় কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিক ইউনিয়ন লিডার মাফ মিসবাহ, নিউজার্সির কাউন্সিলম্যান মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, উত্তর আমেরিকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিফ, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট হাজী কাদের মিয়া, বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৮/মাহবুব