ইতালির রোমে সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনে ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে পিঠা উৎসবের আয়োজন এবং প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সেন্তসেল্লে স্কুলে আয়োজিত পিঠা উৎসবে অভিভাবকরা দেশীয় বাহারী পিঠা প্রদর্শন করে। এ সময় নানাবিধ পিঠার মধ্যে ভাল মানের পিঠা প্রস্তুতকারীকে পুরস্কার প্রদান করা হয়।
পিঠা উৎসব ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনের সভাপতি গোলাম মোস্তফা, প্রধান শিক্ষিকা মনোয়ারা আক্তার, সহকরি শিক্ষিকা অতশী সাহা, আসমা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল্লা সিদ্দিকী, আনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/ফারজানা