সিঙ্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করে সিঙ্গাপুর আওয়ামী লীগ।
রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৮ টায় সিঙ্গাপুরের ফখরুদ্দিন রেস্টুরেন্টের হল রুমে সিঙ্গাপুর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে শাহাদাত রাসেলের পরিচালনায় সভাপতিত্ব করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা তন্ময়। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলেক হোসেন, প্রকৌশলী আবদুল মালেক হীরা, সুমন ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক ঈমান ব্যাপারী, উপ-দপ্তর সম্পাদক রাসেল রানা, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সিঙ্গাপুর যুবলীগের সভাপতি কে এইচ আলামিন, সহ-সভাপতি ফজলুর রহমান, যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার সিনিয়র সহ-সভাপতি শাহাদাত রাসেল চৌধুরী, সহ-সভাপতি আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক উপ- সম্পাদক আবুল খায়ের, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি বিজয় বিমল, সাংগঠনিক সম্পাদক সরকার আল-আমিন সহ সকল সংগঠনের নেতা-কর্মী।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন। এসময় সমাপনী বক্তৃতায় সালাউদ্দিন রানা বলেন, আমরা বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে রাজনীতি করি। তাই সবাইকে অবশ্যই বুকে বঙ্গবন্ধুর সঠিক আর্দশ লালন করতে হবে এবং সরকারের পাশাপাশি নিজ অবস্থান থেকে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠান শেষ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপ-সম্পাদক আবুল খায়ের দোয়া পরিচালনা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন