ইতালির রোমে জালালাবাদ এসোসিয়েশন এর অফিস উদ্বোধন করা হয়েছে। ২ এপ্রিল জালালাবাদ এসোসিয়েশন ইতালির নতুন কার্যালয় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এসোসিয়েশন এর সভাপতি অলিউদ্দিন শামীম এর সভাপতিত্বে ও মো. আমিনুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ ওবায়দুল হক, আরফিন আরা বেগম, নাসিমা মহসিন, মোহাম্মদ আবুল হোসাইন, সৈয়দ রজব আলী, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি হাসানুজ্জামান কামরুল সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সাধারণ সম্পাদক মন্জুর আহমেদ মন্জু, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালীর সভাপতি মো. নায়েব আলী।
এছাড়াও জালালাবাদ এসোসিয়েশন ইতালি, বরিশাল বিভাগ সমিতি ইতালি, ধূমকেতু সোস্যাল অর্গানাইজেশন,পাবনা জেলা সমিতি, ইতালিসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালির সদস্য হাফেজ ফয়সাল আহমেদ। পরে ফুলের তোড়া দিয়ে অতিথিদেরকে বরণ করেন জালালাবাদ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অতিথিদেরকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, পাবনা জেলা সমিতি ইতালি, বৃহত্তর ঢাকা সমিতি ইতালি, বাংলাদেশ সমিতি ইতালি, বরিশাল বিভাগ সমিতি ইতালি।
পরে অতিথিবৃন্দ অফিস পরিদর্শন করেন। শেষে বাংলাদেশ থেকে আগত অতিথিরা জালালাবাদ এসোসিয়েশন ইতালির ভূয়সী প্রশংসা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা