১৬ বারের চ্যাম্পিয়ন আলসাদ ক্লাবকে বিস্ময়কর ভাবে ৪-১ গোলে হারিয়ে এ বছরের আমির কাপ জিতে নিল দুহাইল ক্লাব। কাতারে আল ওয়াকরা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিজয়ী ক্লাব আল দুহাইলের খেলোয়াড়দের হাতে আমির কাপ তুলে দেন। ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনোসহ বিশ্বের নানা দেশ ও সংস্থার গুরুত্বপূর্ণ অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
আল ওয়াকরা স্টেডিয়াম কাতারে নির্মিত ২০২২ সালে বিশ্বকাপ উপলক্ষে দ্বিতীয় স্টেডিয়াম। খেলা দেখতে সন্ধ্যা থেকে ৪০ হাজার দর্শক ভিড় জমান এই স্টেডিয়ামে।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৯/আরাফাত