১৩ আগস্ট, ২০১৯ ১১:৩৮

টরন্টোয় সুকন্যার ‘দ্য সাউন্ড অব ঘুঙরু'

অনলাইন ডেস্ক

টরন্টোয় সুকন্যার ‘দ্য সাউন্ড অব ঘুঙরু'

টরন্টোর প্রথিতযশা নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অরুণা হায়দারের সুকন্যা নৃত্যাঙ্গনের বার্ষিক পরিবেশনা 'দ্য সাউন্ড অব ঘুঙরু' অনুষ্ঠিত হয়েছে। টরন্টোতে ফেয়ারভিউ মল লাইব্রেরি থিয়েটারে আয়োজিত মনোজ্ঞ এই অনুষ্ঠানটি দর্শক কর্তৃক প্রশংসিত হয়। ব্যাপক সংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নব প্রজন্মের চার বছরের শিশু ও কিশোর-কিশোরীদের উৎসাহিত করেন। 

বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী ও পণ্ডিত সম্ভু দাস। নৃত্যকলার উপর বক্তব্য রেখেছেন হাসান মাহমুদ। আবৃত্তিকার মেরী রাশেদীনের উপস্থাপনা অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা যোগ করেছে।

দুই ঘণ্টার অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অরুনা হায়দার, আফশীন মাহনাজ ভূঁইয়া, এলিনা চৌধুরী রাইনা, আলিয়া আখতার, আনহা সিদ্দিক, অনিন্দিতা এস তৃণা, অনিয়া হক, অনুষ্কা ভাজন, অপলা পাল, অস্মিতা ব্যনার্জি, অভনীতা সাহা রুমঝুম, দেবাঙ্গী চৌধুরী, ফাইজা আতায়ুব, হাসিব করিম, ইন্দ্রীমা ভৌমিক, লিয়ানা হক, মাহিয়া সামরোজ হাবিব, মিষ্টি সাহা, মন্দিরা চৌধুরী, নাজিয়া হক, নিথুয়া তিথি, পারিশা রাব্বী চোধুরী, প্রার্থনা পাল, প্রিয়ন্তি ভৌমিক, রায়না রাকিব, হৃদা রহমান, রৃশিকা কর, রচনা খন্দকার, শ্রেয়া সাহা, শুভার্থী দেব, খুশি, তাসনিম আহমেদ অর্নি, তৃশা চক্রবর্তী।

'দ্য সাউন্ড অব ঘুঙরু' কে সার্বিকভাবে সহায়তা করেছেন মোহাম্মদ হাবিবুল্লাহ দুলাল, রেখা হাবিবুল্লাহ ও তাদের পরিবাবরের সদস্যরা। আলো ও শব্দ নিয়ন্ত্রণে করেছেন হাবিবুল্লাহ টরী। ভিডিও প্রজেকশনে ছিলেন সাদাকাত হোসেন। নৃত্য নির্দেশনা, পোশাক ও রূপসজ্জায় অরুনা হায়দার।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর