Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৫১

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া'র সভা অনুষ্ঠিত

মালয়েশিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া'র সভা অনুষ্ঠিত

মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া'র এক সভা রবিবার প্রেসক্লাব সভাপতি মনির বিন আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় খুব শীগ্রই সংগঠনের নতুন কমিটি গঠনের মাধ্যমে (২০১৯ - ২০২১) সংগঠনে জবাবদিহিতা, গঠনমূলক, গতিশীল ও  সাংবাদিক সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সম্মিলিতভাবে সকলের এগিয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করেন নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের সিনিয়র সহ - সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, দপ্তর সম্পাদক শাহরিয়ার তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আরিফুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুজ্জামান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ফারজানা, সদস্য আলাউদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ আলি, সেকান্দার আলী ও মনির হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  
এ সময় আগামী কয়েক দিনের মধ্যেই সংগঠনের নতুন কমিটি ঘোষণা হবে বলেও জানান প্রেসক্লাব সভাপতি মনির বিন আমজাদ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন


আপনার মন্তব্য