বাহরাইনস্থ বঙ্গবন্ধু পরিষদের সাবেক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাবিবুর রহমানের স্মরণে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাহরাইনস্থ বঙ্গবন্ধু পরিষদ। বৃহস্পতিবার মুহররকে সংগঠনের মিলনায়তনে স্থানীয় সময় রাত পৌনে ৯টায় এ শোকসভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমির হোসেনের সঞ্চালনায় ও সভাপতি দুলাল দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে এন আর বির চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রজব আলী, সহ-সভাপতি সৌরভ বাহার।
এছাড়া উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, মো. রাসেল প্রধান, ইব্রাহিম, মো. রবিউল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে হাবিবুর রহমানের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে শোকসভা শেষ করেন গাজী আমিরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/মাহবুব