‘জাতীয় স্কিল ডেভেলপমেন্ট অথরিটি’র চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন বলেছেন, বাংলাদেশের কর্মোপযোগী ৬৫% মানুষের মধ্যে ১৫ থেকে ২৫ বছর বয়সের ৩৫% কে দক্ষ কর্মীতে পরিণত করার কাজ চলছে। এটি সম্ভব হলেই অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮% এরও ওপরে উঠবে, ঘুচে যাবে বেকার সমস্যা। বর্তমানে কর্মক্ষম যুবশক্তির মাত্র ১.০৭%কে দক্ষ কর্মীতে রূপান্তর করা হয়েছে বলে অনেকেই বেকার থাকতে বাধ্য হচ্ছেন।
৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এনআরবি বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে ‘বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য-দক্ষ কর্মীবাহিনী’ শীর্ষক এক সুধীসমাবেশে ফারুক হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে নতুন ১০০টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এরমধ্যে ১৪টি কাজ শুরু করেছে। জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশের বিনিয়োগে সে সবে শিল্প-কারখানা স্থাপিত হয়েছে। অবশিষ্টগুলোতেও বিদেশী বিনিয়োগে অবারিত সুযোগ-সুবিধা রয়েছে। প্রবাসীরাও সে সুযোগ গ্রহণ করতে পারেন। আমরা সর্বাত্মক সহায়তা দিচ্ছি আন্তরিকতার সাথেই।
যুক্তরাষ্ট্রের এনআরবি বিজনেস এসোসিয়েশনের চেয়ারপার্সন এবং ফোবানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রবাসীদের বিনিয়োগের দিগন্ত আরো প্রসারিত করার অভিপ্রায়ে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের আলোকপাত করেন বাণিজ্যসচিব ড. জাফরউদ্দিন। বিনিয়োগে আগ্রহীরা ওয়ানস্টপ সার্ভিস পেতে পারেন-তেমন কর্মযজ্ঞ চলছে বলেও উল্লেখ করেন ড. জাফর। তিনি অঙ্গীকার করেন, বিনিয়োগের সকল পরিক্রমায় সহায়তা দিতে বিন্দুমাত্র কার্পণ্য করা হবে না।
সংগঠনের সেক্রেটারি আজহারুল ইসলাম লিটন এবং যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম কলিন্সের সঞ্চালনায় এতে অতিথি বক্তা ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং লেখক-বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী।
অনুষ্ঠানে ফোবানার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন মীর চৌধুরী, বেদারুল ইসলাম বাবলা, নাহিদ মামুন, নার্গিস আহমেদ, গোলাম ফারুক ভূইয়া, ড. জিনাত নবী, মোস্তাক আহমেদ, রাশেদ আহমেদ, আকবর হায়দার কিরণ, আবির আলমগীর, আব্দুল হাই জিয়া, লিটন আহমেদ, সুব্রত তালুকদার, রায়হান জামান, শামসুল আবদীন, জাহাঙ্গির হোসেন, মিনহাজ সাম্মু, আহসান হাবিব প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা