বর্ণাঢ্য আয়োজনে 'শরীয়তপুর এসোসিয়েশন অস্ট্রেলিয়া' বার্ষিক বনভোজনের আয়োজন করে। গত ২৭ জানুয়ারি (সোমবার) সিডনির সিমস বিচ পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়।
বর্ণিল এই মিলনমেলায় অস্ট্রেলিয়ায় বসবাসরত শরীয়তপুরবাসী স্ব-পরিবারে অংশগ্রহণ করেন। বনভোজনকে ঘিরে অনুষ্ঠানে গান-বাজনা, বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা, কৌতুক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শরীয়তপুরবাসী ছাড়াও সিডনিতে বসবাসরত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যবৃন্দ আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে। আগামীতে আপনাদের সহযোগিতা পেলে আরও বড় ও ব্যাপক আকারে আয়োজন করার চেষ্টা করব।
বিডি প্রতিদিন/হিমেল